Pages

Subscribe:

Monday, October 8, 2012

নিয়ে নিন আপনার কম্পিউটারের জন্য অতি দরকারি একটি সফট্ওয়ার


বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন । আজ আমি আপনার কম্পিউটারের জন্য দরকারি একটি সফট্ওয়ার উপহার দেব । এই সফট্ওয়ারটি আপনার কম্পিউটারের পার্টিশনের জন্য । আমাদের কম্পিউটারের পার্টিশন বাড়ানোর জন্য অনেক ঝামেলা করতে হয় ।
যেমন: কম্পিউটারে উইন্ডোজ দেয়া,পার্টিশন ফরমেট দেয়া,পার্টিশন ক্রিয়েট করা ইত্যাদি ইত্যাদি । কিন্তু আজ আমি আপনাদের যে সফট্ওয়ারটি উপহার দেব সেটির মাধ্যমে আপনি আপনার পার্টিশনের যাবতীয় কাজ করতে পারবেন । আমার মতে এই সফট্ওয়ারটির নাম দেয়া যায় একের মধ্যে অনেক কিছু ।


easeus partition master home edition নিয়ে নিন আপনার কম্পিউটারের জন্য অতি দরকারি একটি সফট্ওয়ার

***সফট্ওয়ারটি দিয়ে যে যে কাজ করা যাবে***
  • পার্টিশনের কোন রকম সমস্যা থাকলে তা চেক করতে পারবেন এবং সমস্যা সমাধান করতে পারবেন
  • পার্টিশন ক্রীয়েট করতে পারবেন
  • আমরা সাধারনত বিভিন্ন  পার্টিশনকে H,F,I,K বলে থাকি নিজের ইচ্ছামত H,F,I,K এগুলো চেন্জ করে নিতে পারবেন
  • পার্টিশন লুকিয়ে রাখতে পারবেন
  • পার্টিশন ডিলেট রতে পারবেন
  • পার্টিশন ফরমেট করতে পারবেন
  • পর্টিশনের সব ধরনের ডিটেইলস দেখতে পারবেন
  • পার্টিশন ফরমেট করা ছাড়াই পার্টিশনের মেগাবাইট কম বেশী করতে পারবেন
  • পার্টিশন ক্লীন করতে পারবেন
  • পার্টিশন ডিফ্রেজ করতে পারবেন
  • পার্টিশনের নাম চেন্জ করতে পারবেন

তাছাড়া আরও বেশ কয়েক রকম কাজ করতে পারবেন এই সফট্ওয়ার দিয়ে । এই সফট্ওয়ারটি ব্যবহার করা খুব সহজ সেই জন্য ব্যবহারের নিয়ম লিখলাম না । সফট্ওয়ার Home Version তাই রেজিস্টেশনের কোন ঝামেলা নেই ।

সফট্ওয়ারটি ডাউনলোড করতে

No comments:

Post a Comment