
আমরা সবাই কম্পিউটারে কপি পেষ্ট এর কাজ
করি। যেমন ধরা যাক, মেমোরী লোড অথবা পেনড্রাইভ থেকে বড় ফাইল বা ভিডিও
ইত্যাদি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুন সফটওয়্যার শেয়ার করবো। এই
সফটওয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারে খুবই দ্রুতগতিতে কপি-পেষ্ট করতে
পারবেন। অনেকে হয়তবা বলবেন যে, কম্পিউটারে RAM বেশি থাকলে এই সব সফটওয়্যার
এর প্রয়োজন কেন? আমার বিশ্বাস যাদের কম্পিউটার কম গতি সম্পন্ন তাদের কাজে
আসবে।
সফটওয়্যার নাম হলো ট্যারাকপি (Tera Copy)। এই সফটওয়্যারটি দিয়ে যখন আপনি কপি/কাট করে পেষ্ট করবেন তখন সফটওয়্যারটি আপনার কম্পিউটারের প্রসেসর এবং RAM এর উপর চাপ সৃষ্টি করে কপি এবং পেষ্ট দ্রুত হয়। আর একটা মজার ব্যাপার হলো এই সফটওয়্যারটি দিয়ে আপনারা কপি-পেষ্ট পুছ (Pause) বা রিজুম (Resume) করতে পারবেন। এবং এর সাথে সাথে এটাও দেখতে পারবেন প্রতি সেকেন্ডে কত মেগাবাইট গতিতে কপি/পেষ্ট হচ্ছে।
আশা করি সফটওয়্যারটি আপনাদের ভাল লাগবে।
No comments:
Post a Comment