Pages

Subscribe:

Monday, October 22, 2012

একের ভিতর সব এক সফটওয়্যারেই!

আসসালামু আলাইকু বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন? আসা করি ভাল আছেন । আমি আজকে আপনাদের জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। আসল কথায় আসা যাক। আমরা প্রতিদিন  gmail,yahoo mail, twittwer , facebook, linked in , আরও কত কি ব্যবহার করে থাকি , 
তবে এসব বার বার দেখতে গেলে অনেক ঝামেলা হয়ে থাকে যাদের ইন্টারনেট স্পীড কম তারা twittwer পেজ ওপেন করতে গিয়ে বুঝেন ঠেলা  এছাড়া আরও অনেক ঝামেলা পোহাতে হয় । আমি একটি সফটওয়্যার এর নাম বলবো যা থেকে খুব সহজে আপনার সব অ্যাকাউন্ট এক হাতে নিয়ন্ত্রন করতে পারবেন !  এ জন্য digsby সফটওয়্যার টি ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নিন । এরপর এক এক করে সব অ্যাকাউন্ট এর সাথে যোগ করে দিন । আর খুব সহজে একসাথে চ্যাট করুন আপনার সকল gmail,yahoo mail, twittwer , facebook, linked in  বন্ধুগণদের সঙ্গে।


সফটওয়্যারটির সাইজ মাত্র ১৭ মেগাবাইট। যদিও সাইজে একটু বড় কিন্তু সফটওয়্যারটি খুবই কাজের। ব্যবহার করলে বুঝতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে (মিডিয়া ফায়ার লিঙ্ক)


No comments:

Post a Comment