Pages

Subscribe:

Monday, October 8, 2012

আমার দেখা স্ক্রীনশট নেওয়ার সবথেকে সুন্দর সফটওয়্যার “ফাস্ট স্টোন ক্যাপচার”

 
আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য অতি প্রয়োজনীয় সফটও্য়্যার নিয়ে আসলাম। কাজের প্রয়োজনে বা টিউটোরিয়াল তৈরি করার জন্য কিংবা টিউনারপেজে টিউন করার জন্য আমাদেরকে স্ক্রীনশট নিতে হয়। বিশেষ করে আমরা যারা নেট এ বিচরণ করি। আর এ ক্ষেত্রে অসাধারন একটি সফটওয়্যার হচ্ছে “ফাস্ট স্টোন ক্যাপচার”।






2012 10 08 002945 আমার দেখা স্ক্রীনশট নেওয়ার সবথেকে সুন্দর সফটওয়্যার “ফাস্ট স্টোন ক্যাপচার”

সফটওয়্যারটি দিয়ে চলমান উইন্ডো বা ওয়েবপেইজের নানা ধরণের স্ক্রীনশট নেয়া যাবে। পুরো স্ক্রীন ও স্ক্রীনের যে কোনো অংশের ইচ্ছানুযায়ী শট নিতে এটি বেশ কার্যকরী । এ ছাড়াও সফটওয়্যারটি ব্যবহার করে ব্রাইটনেস,কনট্রাষ্ট,কালার প্যালেট,ইফেক্টসহ এই ইমেজের সব ধরনের কাজও করা যাবে। এ সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই আপনি স্ক্রিনের যে কোন অংশের উইন্ডো, ফুল স্ক্রিন, চতুর্ভূজ এবং গোলাকার ইত্যাদি ভাবে স্ক্রীনশট নিতে পারবেন।“ফাস্ট স্টোন ক্যাপচার” আমার দেখা সকল স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যার থেকে বেস্ট।আসুন এর সুবিধা গুলো জেনে নেই:

largeImg আমার দেখা স্ক্রীনশট নেওয়ার সবথেকে সুন্দর সফটওয়্যার “ফাস্ট স্টোন ক্যাপচার”

ফাস্টস্টোন ক্যাপচার-এর সুবিধাসমূহ
  • এর একটি ছোট ক্যাপচার প্যানেল: যা উইন্ডোর যেকোন স্থানে টেনে নেয়া যায় বা মিনিমাইজ করে রাখা যায়।
  • খুব অল্প মেমোরী দখল করে, বিশেষ করে যখন উইন্ডোজ ট্রে এরিয়াতে মিনিমাইজ করে রাখা হয়।
  • সুপরিচিত হট-কী: (যেটা দেখেই বুঝা যায় যে, এই কী দ্বারা কি কাজ হয়) এর দ্বারা যে কোন স্থানের যখন ইচ্ছা ছবি তোলা যায়।
  • টুলবক্স: যার দ্বারা ইচ্ছেমতো ইমেজকে ফ্লোটিং, রিসাইজিং, ক্রপিং, ই-মেইল পাঠানো এবং স্ক্রিন ম্যাগনিফায়ার হিসেবে কাজ করা যায়।
  • টেক্সট/এ্যারো লাইন/হাইলাইট ইত্যাদি আলাদা করে দেখায়।
  • কমেন্ট এড করা যায়
  • ইচ্ছেমতো রিসাইজ, ক্রপ, ব্রাইটনেস, কনট্রাস্ট ইত্যাদি বাড়ানো কমানো যায়।

সফটওয়্যারটির সাইজ মাত্র : ১.৮ মেগাবাইট । আর কী-জেন তো রয়েছেই। তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment