Pages

Subscribe:

Monday, October 8, 2012

আইকন টয় দিয়ে ডেস্কটপকে মনের মত সাজান


 
 আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। লেখার মূল বিষয় শুরুর পূর্বে নিচের ছবিটি লক্ষ্য করুন। আমি এখানে কোন ওয়ালপেপার এর কথা বলছি না, বরং ডেক্সটপ আইকন গুলোর কথায় বলছি । সাধারনত ডেক্সটপ এর আইকন গুলো লম্বালম্বিভাবে সাজানো থাকে। দেখতে বরিং লাগে। 

যদি এগুলোকে নিজের মনের মত সাজানো যায় এবং যদি এগুলো মূর্তির মতো দাড়ায় না থেকে অটোমেটিক নড়াচড়া করে । যেমন, এগুলো দিয়ে যদি বানাতে পারি, হার্ট, ক্লক, স্টার ইত্যাদি ইত্যাদি তাহলে কেমন হয় বলুন তো? হা আর এই রমক করার জন্য আজ আপনাদের উপহার দিব Desktop Icon Toy ‍সফটওয়্যারটি। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার ডেস্কটপকে জীবন্ত করে তুলতে পারবেন।

DesktopIconToy3.0 আইকন টয় দিয়ে ডেস্কটপকে মনের মত সাজান

সফটওয়্যারটির সাইজ মাত্র ৬৩৭ কিলোবাইট।
তাহলে আর দেরি কেন? এখনি ডাউনলোড করুন। সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment