Pages

Subscribe:

Thursday, October 11, 2012

নিনে নিন স্বয়ংক্রীয়ভাবে Defrag করার চমৎকার সফটওয়্যার Smart Defrag 2.6 (latest version)



আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি আপনাদের নিকট সুপরিচিত একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। সফটওয়্যারটির নাম স্মার্ট ডিফ্র্যাগএটি ডিফ্র্যাগমেন্টেশন টুল হিসেবে খুবই দক্ষ; যা আপনার কম্পিউটারের পারফরমেন্সের জন্যও অনুকুল।

আমরা সবাই জানি যে, ফ্র্যাগমেন্টেড ডিস্কের কারণে কম্পিউটার স্লো হয়ে যায়, ওপেন হতে এবং শাট ডাউন হতে বেশি সময় নেয় এমনকি সিস্টেমও ক্র্যাশ করে।
স্মার্ট ডিফ্র্যাগ আপনার পিসিতে অটোমেটিক্যালি কাজ শুরু করবে। তবে এটি খুব নিরবে এবং আপনার হার্ড ডিস্কের সর্বোচ্চ স্পিড ঠিক রেখেই কাজ করবে।
ইহা একটি পুরষ্কারপ্রাপ্ত ডিফ্র্যাগমেন্টার এবং খুবই শক্তিশালী; যা আপনার ডিস্ককে এডওয়ার, স্পাইওয়ার এবং ভাইরাস থেকে ১০০% সুরক্ষা দিবে।
সফটওয়্যারটি একবার ইন্সটল করলে তা হার্ড ডিস্কের কর্মক্ষমতা অক্ষুণ্ন রেখে নিরবে, শান্তভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করে যাবে। যেহেতু এটি অটোম্যাটিকলি কাজ শুরু করে, তাই আপনার হার্ড ডিস্ক সবসময়ই ফ্র্যাগমেন্ট-ফ্রি থাকবে।


সফটওয়্যারটির সাইজ মাত্র : 4.5 মেগাবাইট
সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment